মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন ব্যবসায়ী ও কর্মচারীরা।
বিক্ষোভ সমাবেশে ব্যবসায়ীরা স্লোগান দেন, এবারের লকডাউন মানি না, মানবো না। স্বাস্থ্যবিধি মানবো, দোকান পাট খুলবো।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে দোকান মালিক ব্যবসায়ী ও কর্মচারীরা লকডাউন খুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। পৌর শহরের মধ্যেবাজার মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় দোকান ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে তাদের এবং এর সঙ্গে জড়িতদের চরম দুর্ভোগে পড়তে হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে মধ্যেবাজার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন ব্যবসায়ীরা। সমাবেশে তাদের দাবি মানা না হলে আরও কঠোর হুঁশিয়ারি দেন তারা।
এসময় বকশীগঞ্জ শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আঃ হামিদ ব্যবসায়ী ও কর্মচারীদের শান্ত করেন তিনি বলেন ইতিমধ্যে প্রশাসন বিষয়টি অবগত হয়েছে আপনারা ধৈয্য ধারন করুন প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি সমাধান করা হবে।