নিজস্ব প্রতিনিধি॥
বকশীগঞ্জে ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় সাসটেইনেবল ইনিশিয়েটিভ টু প্রোটেক্ট ওমেন এ্যান্ড গার্লস ফ্রম জিবিভি প্রকল্পের আওতায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ থানা পুলিশ সোমবার বিকালে থানা চত্বরে সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সীমা রাণী সরকার। দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেলের সভাপতিত্বে ও থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুর রহিম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী অংশ গ্রহন করেন।