মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,ডা.তাহনিয়া বিনতে নাসির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,বাল্যবিবাহ,সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও মুন মুন জাহান লিজা।